বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামীলীগের পায়ের তলার মাটি সরে গেছে এটা তারা ভালো করেই জানে। আওয়ামীলীগের বড় বড় মাথারা বলে দেশে বিএনপি বলে কিছু নেই। অথচ তারাই সারাক্ষণ কথায় কথায় বিএনপির সমালোচনা করে জনমনে টিকিয়ে রেখেছে বিএনপিকে। বিএনপির কথা ছাড়া আওয়ামী লীগের নেতাদের মুখে কোন কথা বের হয়না। কারন তারা জানে বিএনপিই একমাত্র শক্তি যারা জনগণকে সঙ্গে নিয়ে অপকর্মের প্রতিবাদ করতে পারে। তিনি বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।
ফখরুল আরো বলেন, বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে সরকারের হুকুম পালন করা। তারা “হোল ইয়ার আরজেন্ট দ্যা কপ” হয়ে যায় অনেক সময়। আবারো অনেক সময় দেখা যায় পুলিশের থেকেও বড় ভূমিকা পালন করে। মির্জা ফখরুল ১৯৭১-৭৫ সময়কালীন সরকারের পটভ‚মি তুলে ধরে বলেন, তখন আওয়ামী লীগের নেতাদের কাছে যাওয়া যেতো, বিচার পাওয়া যেতো। কিন্তু এখন এমন রাজনৈতিক সংস্কৃতি তারা প্রতিষ্ঠা করেছে এখন আর কারো কাছে যাওয়া যায়না, বিচারও পাওয়া যায়না। এমনকি আ’লীগের কোন নেতা-কর্মীর পারিবারিক অনুষ্ঠানে বিএনপির লোকজন যেতে পারে না এবং বিএনপি কর্মীদের বাড়িতে আ’লীগের লোকজন যেতে পারে না। ধর্ষণ বিরোধী আন্দোলনে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ধর্ষণ প্রতিরোধে সরকার বিভিন্ন ভূমিকার কথা বললেও সেগুলি কোথায়.? তিনি আরো বলেন, ধর্ষণ বিরোধী আন্দোলন একটি নৈতিকতার আন্দোলন। এতে আমাদের সমর্থন রয়েছে। আমরাও সারাদেশে আন্দোলন করেছি। এখন যারা প্রতিবাদ করছে তাদেরকে আওয়ামীলীগের সন্ত্রাসীরা মারধর করছে । এটা কোন সরকারের কর্মকান্ড হতে পারেনা। এ সময় তিনি হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানান। শান্তিপুর্ন ভাবে দূর্গা পূজা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সাংগঠনিক সম্পাদক দোলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, এ্যাড. জয়নাল আবেদীন, এ্যাড. আশিকুর রহমান রিজভীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সদ্য প্রয়াত সদর উপজেলা শুখানপুকুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল আলমের কবর জিয়ারত করে পরিবারের সদস্যদের খোজ খবর নেন। এ সময় ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন তিনি।