ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ৬ নংভাতুরিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷
২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তি পুর্ণভাবে ভোটগ্রহণ হয়।উল্লেখ্য,হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ শামসুল ইসলাম (পাহের মেম্বার) মারা যাওয়ায় করায় এই ওয়ার্ডে শূন্য ঘোষণা ৷পরে এই ওয়ার্ডে নির্বাচন তফসিল ঘোষণ করে৷তফসিল অনুযায়ী আজ উপনির্বাচন অনুষ্ঠিত হয়৷
হরিপুর উপজেলা ৬ নং ভাতুরিয়া ৫ নং ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচনে ভূতডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোঃমারুফ হোসেন বেসরকারিভাবে মোঃ ইকতিয়ার উদ্দিন (পলাশ) কে নির্বাচিত ঘোষণা করে৷
উপনির্বাচনে ইউপি সদস্য পদে মোঃইকতিয়ার উদ্দীন (ফুটবল),মোঃকালাম (টিউবওয়েল),জালাল উদ্দীন (তালা),মোঃরফিকুল ইসলাম (ভ্যানগাড়ী),মোঃহাফিজুল হক (মোরগ) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা পাঁচ জন করছেন।
মোঃইকৃগতিয়ার উদ্দীন(পলাশ) ৫১৯ ভোট পেয়েছেন বিষয়ী হয়৷ তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসিবুল হক পেয়েছেন ৩৮৬ ভোট।