ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার কর্মহীন, দরিদ্র, অসহায় ৭শ পরিবারের মাঝে ৭দিনের খাদ্য সহায়তা বিতরণ করেছে হোপ বাংলাদেশ নামে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
সোমবার সকালে পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক দরিদ্রদের মাঝে চাল, ডাল, তেল, লবন, চিনি, সাবানসহ করোনা সংক্রমন রোধের বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, হোপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কিয়ং লি, ইউপি চেয়ারম্যান ইকরামুল হক, হোপ বাংলাদেশের এডুকেশন ডিরেক্টর হেসিক পার্ক, কোঅপারেটিভ চেয়ারম্যান বিষ্ণুপদ রায়, অনিল সিংহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।