ঠাকুরগাঁওয়ে দরিদ্র,অসহায় রোগীদের জন্য দুই দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু হয়েছে।
বাংলাদেশ মেডিকেল এসেসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে রোববার জেলা পরিষদ অডিটোরিয়াম (বিডি হলে) আয়োজিত দুই দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
এসময় সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানায়, দুই দিনের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগির ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।