সারাদেশে ধর্ষণবিরোধী সমাবেশ করবে পুলিশ

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২০

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ পুলিশ শনিবার সারা দেশে ৬,৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নির্যাতনবিরোধী সমাবেশ করবে।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা জানান, স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ১০টায় সমাবেশ শুরু হবে।

সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন স্তরের মানুষ অংশ নেবেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নির্যাতনবিরোধী পোস্টার, লিফলেট এবং প্ল্যাকার্ড প্রদর্শন করবেন, যাতে জনগণ এ সামাজিক ব্যাধির বিরুদ্ধে এগিয়ে আসে এবং সচেতনতা হয়।

প্রতিটি সমাবেশ ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে।

সোহেল রানা বলেন, সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ ধর্ষক এবং নারী ও শিশু নির্যাতনকারীদের বিচারের আওতায় আনার জন্য পেশাদারিত্বের সাথে কাজ করছে।

দেশের সেবা ও জনকল্যাণে পুলিশ সর্বদাই আন্তরিকতার সাথে জনগণের পাশে দাঁড়িয়েছে বলে এ কর্মকর্তা বলেন।