ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না পান দোকানদার সোহরাব আলী(২৫)। পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে তিনি। ৯জন সদস্যের পরিবারে একমাত্র উপার্জনকারী সোহরাব রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই বাকি সদস্যরা খুব কষ্টে দিন যাপন করছেন। আর ছেলে সোহরাবকে বাঁচাতে তার পিতা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর্থিক সাহায্য চাচ্ছেন। এতেও চিকিৎসার টাকা জোগাড় হচ্ছে না। তার পরিবারের সদস্যরা সরকারিভাবে আর্থিক সহযোগিতাও কামনা করছেন সোহরাবকে বাঁচাতে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কাউসার আলী বলেন,‘কয়েদিন আগে গিয়েছিলাম তাঁকে দেখতে। দেখা করে কিছু অর্থ সহায়তা করেছি। সরকারি ভাবে সহযোগিতা পেলে উন্নত চিকিৎসা করাতে পারবে তার পরিবার।’ সোহরাব আলীকে সহায়তা করার জন্য তার নিজস্ব ব্যাংক একাউন্ট নং: ০২০০০০৭৩৮৩৪৫৮,অগ্রণী ব্যাংক লিমিডেট পীরগঞ্জ শাখা ঠাকুরগাঁও।বিকাশ নম্বর: ০১৭২২৪১৫৭৫৩। তার বাবার মোবাইল নম্বর ০১৭২৩১৮৭২৬৫।