জন্মদিনে গর্ভবতী নারীকে রক্ত দিলেন প্রজন্ম তরুণ সংঘের ফয়জুল

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০

নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এক গর্ভবতী নারীকে রক্ত দিলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রজন্ম তরুণ সংঘ’র সদস্য ও কলেজ শিক্ষার্থী মো.ফয়জুল ইসলাম।

মঙ্গলবার ছিল এই শিক্ষার্থীর ২১তম জন্মদিন। এদিন বিকালে গর্ভবতী এক নারীকে রক্ত দেন তিনি। এর আগেও জন্মদিনে তিনি রক্তদান করেছেন।

ফয়জুল ইসলাম বলেন,”আমার কাছে এদিনটি বিশেষ। কারণ আমাকে এদিন এক মা জন্ম দিয়েছেন। এদিনে আরেক মাকে রক্ত দিতে পেরে খুব ভালো লাগছে। আমি চাই সবাই ভালো কাজের মাধ্যমে নিজের জন্মকে স্বার্থক করুক।”

প্রজন্ম তরুণ সংঘের সভাপতি মহিদুর খান বলেন,
“আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবক আছে ২৫জন। এছাড়াও নিয়মিত রক্তদাতা অাছেন ৩হাজারেও বেশি। মুমূর্ষু রোগীদের প্রয়োজনে আমাদের সদস্যরা রক্ত দিয়ে থাকেন। রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে আমাদের ফোন করলে আমরা ওই গ্রুপের রক্তদাতার সন্ধান করে রোগীর জন্য রক্তের ব্যবস্থা করে দিয়ে থাকি।আমাদের সংগঠনের ফোন নাম্বার ০১৮৭০৭১২৮৪২। “