
৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলা দায়েরের প্রায় এক মাসেও আসামী গ্রেফতার না করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামের ৫ শতাধিক নারী পুরুষ শিশু ও শিক্ষার্থীর সহপাঠি রুহিয়া ছালেহীয়া মাদরাসা হতে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী,চাপাতি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, নজরুল ইসলাম মাষ্টার, সাদেকুল ইসলাম মাষ্টার, দেলোয়ার হোসেন মাষ্টার, হত্যাকান্ডের শিকার সেলিমের মা সেলিনা আকতার, গৃহবধূ তামান্না আকতার, নির্যাতিতা শিক্ষার্থীর সহপাঠি বিউটি আকতার প্রমুখ।