পীরগঞ্জে ৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়ের নির্দেশনায় পৌর শহরের রঘুনাথপুর পানুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে রফিকুল ইসলাম বুধু এর ছেলে মোঃ জুয়েল (২৫) এর শয়ন কক্ষ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিষয়টি টের পেয়ে মোঃ জুয়েল পালিয়ে যায়।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের রঘুনাথপুর পানুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেন্সিডিলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।