রাণীশংকৈলে আলী আকবর এমপি’র মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য আলী আকবর এমপি’র ২৭ তম মৃত্যুবার্ষিকী ৪ অক্টোবর রবিবার পালিত হয়েছে। এ উপলক্ষে পৌর শহরের আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধি স্কুলে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সমাজ সেবক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় মরহুম নেতার
স্মৃতিচারণ করে বক্তব্য দেন– মরহুম নেতার কন্যা স্কুলের প্রতিষ্ঠাতা-পরিচালক সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, মরহুম নেতার জামাতা রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, আ’লীগ নেতা
আনিসুর রহমান বাকী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাউসার কানন, মহিলা লীগ সম্পাদিকা
ফরিদা ইয়াসমিন, শেখ রাসেল স্মৃতি সংসদ সভাপতিজাকারিয়া হাবীব ডন, সাবেক ছাত্রলীগ নেতা রফিউল ইসলাম ভিপি প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে প্রেসক্লাব
সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি,সহ-সম্পাদক হুমায়ুন কবির, প্রতিবন্ধি নেটওয়ার্ক সদস্য মুন্নাফ হোসেন, ডা: তাজুল ইসলাম হাবুল, সাবেক ছাত্রনেতা রোকোনুল ইসলাম ডলার, রুস্তম আলিসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রিরা উপস্থিত ছিলেন। পরে, মৌলানা রুহুল আমিনের পরিচালনায় মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।