
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়টির শহীদ মিনারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব।
এসময় অন্যান্যের মধ্যে সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেসুর রহমান, প্রভাষক রুমেল, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুলসহ শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।