
গত বুধবার সন্ধায় অভিযান চালিয়ে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার উপ-শহর নেকমরদ এলাকা থেকে ১৮৯ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ । আটক হওয়া যুবক ওমর ফারুক(৩০) বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি নামক গ্রামের আব্দুল আজিজের ছেলে।
এর আগে আটককৃত যুবক নেকমরদ এলাকা দিয়ে নীল রঙের প্লাস্টিক জার্কিনের তলা কেটে এবং সেখানে ধানের গুড়া(তুষ) ও ফেনসিডিল সম্বন্বয় করে। অভিনব কায়দায় রাজধানী ঢাকাতে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করে।
অফিসার ইনর্চাজ(তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদব্র্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার তাকে ঠাকুরগাঁও আদালতে সোর্পদ করা হয়েছে।