
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ সময়ে জমে উঠেছে মাংস কাটার জন্য দরকারি উপকরণ।
শুক্রবার দা-ছুরি-চাপাতি কিনতে কামারের দোকানে ভিড় করছেন ক্রেতারা।
পৌর শহরের পশ্চিম চৌরাস্তায় ভ্রাম্যমাণ দা-ছুরি-চাপাতি বিক্রির দোকান খুলেছেন কর্মকার শামসুল আলম। আগের থেকে ১০থেকে ৩০টাকা দামও বেড়েছে এসব উপকরণে। তিনি বলেন,বটি-প্রতি পিচ ১০০ টাকা, চাপ প্রতি পিচ১০০ টাকা, পশু জবাইয়ের ছুরি সাড়ে তিনশ টাকা, ছোট চাকু ৩০ টাকা।
নির্মল নামে আরেক বিক্রেতা বলেন,আজকে ক্রেতার ভিড় একটু বেশি। যেহেতু কাল ঈদ।