রাণীশংকৈলে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রকাশিত: জুলাই ২২, ২০২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার ধর্মগড় ইউনিয়নের ভোমরাহাট ব্রিজ এলাকার একটি ব্যক্তিমালিকানার পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয় দুই শিশুর। তারা হলেন ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামের আনারুলের ছেলে রুবেল(১২) ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাজেন(১৪)।

স্থানীয়রা জানান, মৃত শিশু দুজন সহ তারা বেশ কয়েকজন ছেলে এই ব্রিজ ঘেষা ব্যক্তিমালিকানার পুকুরে গোসল করতে আসে। এ সময় তারা ব্রিজ থেকে লাফিয়ে লাফিয়ে পুকুরে ঝাঁপ দেওয়ার এক পর্যায়ে এই দুই শিশু নিখোঁজ হয়। দীর্ঘ সময় ধরে খোঁজাখুজি করার পরেও ছেলে দুটির খোজ না পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে বিকাল ৪টায় পুকুরের তলদেশ থেকে দুজনের লাশ উদ্ধারে সক্ষম হয়।

স্থানীয়রা আরো জানান, এই পুকুরের মালিক নবাব সম্প্রতি পুকুরটি গভীর খনন করেছে।

উল্লেখ্য,এর আগে কুলিক নদীতে গোসলে নেমে এক সেনা সদস্য ও বসতবাড়ীর ডোবাতে পড়ে তিন বছর বয়সী এক শিশু মারা গেছে।

থানা অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।