ঠাকুরগাও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামে সবুজ (৩২) নামে এক যুবক ঘুমন্ত অবস্থায় সর্প দংশনে মারা গেছেন।
নিহত সবুজ ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের নুরু মিয়ার ছেলে।
পরিবারের লোকজন জানান, সবুজ তার স্ত্রী সন্তান নিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। শনিবার রাত সাড়ে ১১টায় তাকে সাপে কাটে। ব্যথায় চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে এসে সাপটিকে বিছানায় পেয়ে বর্ষা দিয়ে খুচিয়ে মেরে ফেলে। পরে খোঁজাখুঁজি করেও ওই সাপ পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বিষয়টিকে অলৌকিক বলে দাবি করেছেন।
পরিবারের লোকজন, ওই যুবককে চিকিৎসার জন্য ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে এন্ট্রি ভেনাম না থাকায় তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। দিনাজপুরে নেওয়ার পথে সবুজ মারা যায়। বাড়িতে ফিরিয়ে এনে স্থানীয় কবিরাজ দিয়ে তাকে ঝাড়ফুঁক করা হয়। কয়েক ঘন্টা ঝাঁড়ফুক শেষে তাকে মৃত ঘোষণা করলে তাকে বিকালে দাফন করা হয়।
১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।