‘টোয়াইলাইট’ ছবির অভিনেতা ও প্রেমিকার লাশ উদ্ধার

প্রকাশিত: মে ১৯, ২০২০

হঠাৎ একটি গাড়ি ছুটে আসতে থাকে বেলার (ক্রিস্টেন স্টুয়ার্ট) দিকে। আর সেটি নজরে আসতেই তাকে বাঁচানোর জন্য বাতাসের গতিতে ছুটে যায় অ্যাডওয়ার্ড। এরপর নিজের একটি হাত দিয়ে গাড়িটি থামিয়ে দেন অ্যাডওয়ার্ড।

হাত দিয়ে গাড়ি থামানোয় গাড়িতে বসে যায় অ্যাডওয়ার্ডের হাতের ছাপ। যা দেখে চমকে যায় গাড়ির চালক গ্রেগরি টায়ার বয়েস। মাথায় কিছুটা আঘাতও পায় গ্রেগরি। ‘টোয়াইলাইট’ ছবিটি যারা দেখেছেন তাদের সকলেরই এই দৃশ্যটির কথা মনে আছে নিশ্চয়ই?
চমকপ্রদ তথ্য হলো- ‘টোয়াইলাইট’ ছবির অভিনেতা গ্রেগরি টায়ার বয়েস ও প্রেমিকা নাটালি অ্যাডেপোজুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানান, তাদের মৃত্যুর সঙ্গে কোনও অপরাধমূলক ঘটনা জড়িত নেই। তবে তারা টক্সিকোলজির ফলাফলের জন্য অপেক্ষা করছেন।গ্রেগরির ভাই ক্রিস ওয়ানে ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন- ‘ইশ তুমি যদি এখনও এখানে থাকতে ভাই। বিশ্ব একজন দারুণ মানুষকে হারিয়েছে।’

গ্রেগরির মা লিসা ওয়ানে লিখেছেন- “আমি তোমাকে ছাড়া অসুস্থ হয়ে যাচ্ছি। আমি যখনই কোন বিষয়ে চিন্তিত থাকতাম সেসময় তোমাকে ফোন বা টেক্সট করলে তুমি বলতে, ‘মা আমি আছি তো। আমরা দু’জনে মিলে এর সমাধান করবো।’ তাহলে আমাকে ছেড়ে কেনো চলে গেলে?”

গ্রেগরির মা জানান, হলিউডের এই তারকা ও তার প্রেমিকা মিলে শিগগিরই চিকেন উইংসের ব্যবসা শুরু করতে যাচ্ছিলেন। এর জন্য একটি দারুণ নামও ঠিক করেছিলেন তারা। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তারা।

গ্রেগরির ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে এবং নাটালির একটি ছেলে রয়েছে বলে জানা গেছে।