রাণীশংকৈলে সেই শ্রমিকদের ত্রাণ দিল মেয়র

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল পৌর মেয়র আলমগীর সরকারের বিরুদ্ধে দুই শ্রমিকনেতাকে আলোচনার নামে বাড়িতে ডেকে মারপিট করার অভিযোগ করা সেই পৌরসভা দোকান প্রতিষ্ঠান ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের ২৩৫ জন কর্মহীন শ্রমিকের
মাঝে খাদ্য সামগ্রী(ত্রাণ)বিতরণ করেছেন পৌর মেয়র আলমগীর সরকার।

পৌর শহরের মডেল স্কুল প্রাঙ্গণে রোববার(৩ মে) বিকালে সেলুন(নাপিত) ইউনিয়নের ৬৫জন কর্মহীন শ্রমিকসহ মোট তিনশ কর্মহীন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী চাল আলু ও করলা বিতরণ করেন তিনি।

এসময় কাউন্সিলর ইসাহাক আলী ও দোকান প্রতিষ্ঠান ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সুমন বসাক সাধারণ সম্পদক আনন্দ বসাক কোষাধ্যক্ষ সাগর সাহা ও সেলুন শ্রমিকের নেতারা উপস্থিত ছিলেন।

ত্রাণ পেয়ে ঐ সংগঠনের নেতা আনন্দ বসাক বলেন, আমার সব শ্রমিক ত্রাণ পেয়েছে। আমরা খুব খুশি। তাছাড়াও মেয়রের সাথে ঘটনাটি অপ্রত্যাশিত। বিষয়টি দুপক্ষের মধ্যে আলোচনা করে সমাধান হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন।