পীরগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচিতদের সংবর্ধনা

প্রকাশিত: জুন ১৬, ২০২৪

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পীরগঞ্জ উপজেলার ৫ জন বিজ্ঞ আইনজীবী সভাপতি সহ বিভিন্ন পদে নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে পীরগঞ্জ প্রেস ক্লাব হল রুমে পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ সংবর্ধনা প্রদান করেন। পীরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাড. হাবিবুল্লাহ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জয়নাল আবেদিন, সহ সভাপতি হাসিনুজ্জামান মিলার, এ্যাড. ইকরামল হক, পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ন সাধারণ সম্পাদব বিষ্ণুপদ রায়, সাংবাদিক আজম রেহমান, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসিয়েশনের সভাপতি বাদল হোসেন প্রমূখ। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পীরগঞ্জের এ্যাড. জয়নাল আবেদিন, সহ সভাপতি পদে এ্যাড. হাসিনুজ্জামান মিলার, এ্যাড. ইকরামুল হক, কোষাধ্যক্ষ পদে হারুর অর রিশিদ এবং সদস্য পদে এ্যাড. মোবারক আলী নির্বাচিত হন।