পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তা ব্রাক স্কুল হল রুমে ইউনিয়ন বিএনপি এ সভার আয়োজন করেন।

সভায় ভোমরাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ,সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া,যুগ্ন সম্পাদক অধ্যাপক জিল্লুর রহমান জুয়েল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হামিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সেচ্ছাসেবক দলের সভাপতি আবু সাঈদ প্রমুখ।

বর্ধিত সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমাদের এক দফা এক দাবি হাসিনা সরকারের পদত্যাগ । তাই আগামীদিনের আন্দোলনে এক দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।

সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে থেকে আগত বিপুল সংখ্যক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।