
দেশে সরকারিভাবে পরিচালিত দুটি রেশম কারখানার মধ্যে রাজশাহী রেশম কারখানা সম্প্রতি চালু হলেও বন্ধ হয়ে পড়ে আছে ঠাকুরগাঁও রেশম কারখানাটি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন ঠাকুরগাঁও রেশম কারখানা পুনরায় চালু করার বিষয়ে পরিদর্শন করেন বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক মু. আব্দুল হাকিম।
সোমবার সকালে ঠাকুরগাঁও রেশম কারখানা পরিদর্শনের সময় তিনি বলেন, কেবিনেট সভার সিদ্ধান্ত অনুযায়ী কারখানাটি ঠিক করা সম্ভব কি না? সে জন্য ৯ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। এই কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে একটা স্টিমেট তৈরি করবে।সেই ভিত্তিতে ই-টেন্ডার করা হবে। ই-টেন্ডার করার পর ওয়ার্ক ওয়াডার দেওয়া হবে। ওয়ার্ক ওয়াডার দেওয়ার পর যথা নিয়মে কাজ হবে। কাজ হলে তখন এটা চালু করা হবে।মহাপরিচালক বলেন, এটা হঠাৎ করে চালু করা সম্ভব নয়। নিয়ম অনুযায়ী প্রসেস মেইনটেন্ট করে চালু করা হবে। তবে ধীরে ধীরে সবগুলো মেশিন চালু করা হবে। এক্ষেত্রে জেলা প্রশাসকসহ স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন, এই কারখানাটি স্থানীয় জনগণের মান-ইজ্জতের প্রতীক। এখানে যেন কোনো ধরনের নৈরাজ্য না হয় সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শন শেষে তিনি টেকনিক্যাল কমিটির সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার হোসেন ও অন্যরা।