
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ভিক্ষুক, প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে চাল, ডাল, তেল, চিনি এবং পরিধেয় কাপড় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পিএস উচ্চ বিদ্যালয় মাঠে ১৬৫ জন আসহায় এসব নারী পুরুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নুর কুতুবুল আলম, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারি কমিশনার ভুমি তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল সহ ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।