পীরগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো আস-সুন্নাহ ফাউন্ডেশন

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪

দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় প্রতিবছরই প্রচণ্ড শীতের প্রকোপ দেখা যায়। এই অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। সেই শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আস-সুন্নাহ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভামদা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ১২০ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভামদা আলিম মাদ্রাসার আরবি বিভাগের সিনিয়র প্রভাষক মাওলানা আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ মডেল মসজিদের মুয়াজ্জিন ও শিবগঞ্জ বাজার জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আশরাফ আলী এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি রেজাকুল ইসলাম রিপন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভামদা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মানিকূল ইসলাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র হিসেবে প্রত্যেককে উন্নত মানের একটি কম্বল, একটি শাল চাদর ও একটি শীতের টুপি প্রদান করা হয়।

বক্তারা বলেন, উত্তরাঞ্চলের তীব্র শীতের কারণে প্রতিবছর দরিদ্র ও অসহায় মানুষ নানা সমস্যার সম্মুখীন হন। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ তাদের কষ্ট কিছুটা লাঘব করতে পারে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করে তারা বলেন, এ ধরনের কার্যক্রম দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দেওয়ার প্রয়োজন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শীতবস্ত্র বিতরণ ছাড়াও তারা বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে স্থানীয়দেরও সহযোগিতার আহ্বান জানান বক্তারা।