পীরগঞ্জে আইন-শৃঙ্খলা উন্নয়নে পুলিশের মত বিনিময় সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুরি প্রতিরোধ, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, আত্মহত্যা প্রবণতা রোধ, অনলাইন জুয়া, অজ্ঞান পার্টি সম্পর্কে সতর্কীকরণ ও জনসচেতনতা বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে বিট পুলিশিং ও মত বিনিময় সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। রবিবার বিকেলে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও বাজারে এ সভা হয়। ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটলার হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেল মঞ্জরুল আলম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, বিট অফিসার এসআই এরশাদ আলী, সহকারী-বিট অফিসার এএসআই শহিদুল ইসলাম প্রমূখ। এ সময় শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, পুরোহিত, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।