প্রতি বছরের ন্যায় এ বছরও ‘আলেহরা বয়েজ’র আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আলহেরা চ্যাম্পিয়ন্স লিগ। শুক্রবার (১১ জুন) বিকালে আলহেরা স্কুল মাঠে লিগের মুখোমুখি হয় হয় দিপু একাদশ ও আল-আমিন একাদশ।
এদিন খেলার শুরুতেই জমে ওঠে ফুটবল দৌরাত্ম্য। আক্রমণ পাল্টা আক্রমনে দর্শক মাতিয়ে তোলেন দুই দলের খেলোয়াড়রা। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪-২ গোলের ব্যবধানে জয় পায় দিপু একাদশ। দিপু একাদশের হয়ে বাস্তব ২টি , আরিফ ও সবুজ ১টি করে গোল করেন। আল- আমিন একাদশের হয়ে জালের দেখা পান স্টাইকার আলিম ও কল্লোল। ম্যাচ সেরা হন দিপু একাদশের ক্যাপটেন দিপু।
টুর্নামেন্টের সব্বোচ্চ গোলদাতার পুরষ্কার পায় আব্দুল আলিম ও সেরা গোলকিপার নির্বাচিত হয় জুনায়েদ হাসান।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তাজনুর রহমান। এ সময় আলো উপস্থিত ছিলেন পুলিশ লাইন স্কুলের শিক্ষক ওয়াহেদুজ্জামান, তাজুল ইসলাম বাবু ,
মোহাম্মদ তারেকসহ আরো অনেকে।
আলেহরা বয়েজের হয়ে সার্বিক সহযোগিতায় ছিলেন মেহেরাব উদ্দিন আরজু, তন্ময়, জুনায়েদ হাসান, তানভির আহমেদ।