ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন তরিকুল

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২০

২০১৯-২০ অর্থবছরে ভূমি ব্যবস্থাপনা ও জনবান্ধব ভূমি সেবায় কাঙ্খিত সাফল্য অর্জন করায় ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার(ভূমি)-এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন তরিকুল ইসলাম। বর্তমানে তিনি পীরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) এর দায়িত্বে আছেন। ২৫ অক্টোবর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার(ভূমি) এর সম্মাননা স্মারক তুলে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

এবিষয়ে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তরিকুল ইসলাম বলেন, ‘আমার আগামী কাজের জন্য অবশ্যই এই সম্মাননা উৎসাহ যোগাবে। আমি যে পদক্ষেপগুলো নিচ্ছি- সরকারি খাস জমি উদ্ধার, জনবান্ধব ভূমি ব্যবস্থাপনাসহ জনসেবা করার ব্যাপারে আমার কাজের আগ্রহ আরও বেড়ে গেল।’
এবছরের ৯ ফেব্রুয়ারি পীরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) হিসেবে যোগদানের পর থেকে ৭০ বিঘা সরকারি খাস জমি উদ্ধার করেছেন তিনি।

দায়িত্ব পালন করতে গিয়ে প্রভাবশালীদের বাধা ও হুমকির মুখে পড়তে হয়েছে জানিয়ে তরিকুল ইসলাম বলেন,‘আমার জেলা প্রশাসক ও ইউএনও স্যার আমাকে সব সময় সাহস দিয়েছেন কাজ করার ক্ষেত্রে। তারা আমাকে সব সময় বলেছেন,‘তুমি আইনের পক্ষে থেকে কাজ করে যাও। কোন বাধাই তোমাকে দমাতে পারবে না।’

কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তি,পুলিশ প্রশাসন ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।