ফাহমিদুল কবির: ‘বিশ্বকাপ’ শব্দটি শুনলেই ক্রীড়াপ্রেমী মানুষদের উল্লাস উকি দেয় মনে।আবার তা যদি হয় ফুটবল বিশ্বকাপ তাহলে তো উল্লাসের বাঁধ ভাঙাটাই স্বাভাবিক।২০১৭ সাল কিছুটা অন্তীম লগ্নে এসেই পড়েছে,আর কিছুদিন পরেই ২০১৮। বছর শুরুর সাথে সাথে উদ্দীপনাটাও বেড়ে যায় দিগুণ। এখন পর্যন্ত মূল পর্বে পা রেখেছে ২৮ দল অপেক্ষা আরো ৪ দলের। কারা সেই সৌভাগ্যরা,আবার বাছাই পর্ব থেকেও ছিটকে গেছে কিছু জায়ান্টরা।জায়গা হয়েছে কিছু আন্ডারডগেরও।নেদারল্যান্ডের টোটাল ফুটবল, চিলিয়ানদের ঐক্য বদ্ধ শক্তি,ইতালিয়ানদের ডিফেন্সিং ফুটবল দেখা থেকে বঞ্চিত থাকতে হবে এবারের বিশ্বকাপে।অন্যদিকে ১৯৯০ এর পর আবারো বিশ্বকাপের পর আবারও দেখা যাবে মিশরকে,দেখা যেতে পারে মোহাম্মদ সালেহর নৈপুণ্য। দেখা যাবে না বিশ্বের দিতীয় সর্বোচ্চ দামি খেলোয়ার গ্যারেথ বেলের ওয়লসকেও। তারপরও ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বলে কথা যার যার পছন্দের দল নিয়ে সবার প্রত্যাশা থাকবে তুঙ্গে। কত কত চায়ের দোকানে ঝড় তুলবে সমর্থকরা। অনেক পুরোনো কিছু দেখা হবে না,আবার ধরা দিবে নতুন কিছু এটাই প্রত্যাশা করি।
Leave a Reply