হেলমেট না থাকায় ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে গেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে তেজগাঁও এলাকার লাভ রোড ইন্টারসেকশনে এ ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা বলেন, হিরো আলম একজন মোটরসাইকেল আরোহীর পেছনে বসা ছিলেন। তাকে দেখেই চিনতে পেরেছিলেন দায়িত্ব পালনকারী কর্মকর্তারা। এ সময় একজন কর্মকর্তা হেলমেট ছাড়া মোটরসাইকেলে চলাচলের দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করছিলেন। আরেকজন মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বিষয়টি বুঝতে পেরে হিরো আলম সিগন্যাল অমান্য করেই চলে যান।
ট্রাফিক বিভাগের তেজগাঁও জোনের সহকারী কমিশনার কাজী রোমানা জানান, হিরো আলম নামে এক ব্যক্তির হেলমেট না থাকার বিষয়টি নিয়ে অনেকেই আমাকে ফোন করেছেন। পরে দায়িত্বশীল কর্মকর্তাকে ফোন দিয়ে জানতে পেরেছি হিরো আলম নামে ওই ব্যক্তি পুলিশের সিগন্যাল অমান্য করে চলে গেছেন। যার কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।
Leave a Reply